আমার কষ্টগুলো মৃত
তবু জেগে তুলি ফাল্গুনি হাওয়ায়
কিংবা মাঘের কুয়াশায়;
অভয়ারণ্যে বসবাস করি
প্রতিদিন ঝরতে দেখি
শুকন পাতাগুলো অথচ
আমার বর্ষপঞ্জি দেখলো না
কষ্টে কষ্টে পরিপূর্ণ থাকল
আমার সমস্ত মাটির রঙ- আর
সকালে মিষ্টি রোদের স্পর্শ।


১৫মাঘ ১৪৩০, ২৮ জানুয়ারি’২৪