================
এতো দেহ মন এতো জীবন-
ভেবে দেখো কি শিশুকাল?
না ভাবিলে জীবন অম্লান!
সময় তোমার এক রবে না-
যতো হও ক্ষমতাবান।


সত্য নিষ্ঠা ভাবি যে ভাবে
তুমি ভাবো না সে ভাবে-
কত না চিনা জানার পরিচয়
ভুলেই থাকে অবক্ষয়;
তেলে জলে- জলে তেলে
মিশ খায় না কোন সময়।


এমন ভাবনা মন জীবনে রেখো না-
দেহাবশেষে ঘৃণা করবে লোকে
আলাপচারিতায়- কর্মনিষ্ঠায়
কে কখন শত্রু হয় মিত্র-
মিত্র হয় শক্র- শুধু বুঝও না
মেঘ ডাকে যখন আরশি নায়।


১৪ বৈশাখ ১৪২৬, ‍২৭ এপ্রিল ১৯
-----------------------------