আমাদের এক মেঘবতি সই
কখন হাসায়, কখন কাঁদায়
বুঝা বড় দায়-তবু সবাই
একই ছায়া তলে হেঁটে যায়
কিন্তু গন্তব্য কথায় কেউ জানে না
এদিকে রঙধনু বিকাল শুধু
সন্ধ্যা পেরিয়ে ভোরের শিশির
সিক্ত ভিজে যাচ্ছে! তবু মেঘবতির
হুশ নাই- আকাশ পেয়েছে তো
শ্যামল মাটির প্রণয় প্রায় শেষ।


০২ মাঘ ১৪৩০, ১৬ জানুয়ারি’২৪