===================
গণতন্ত্র এটাই দেখলাম-
যেমনটি কাঁঠাল পাকা
কিংবা মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া;
তেমনটি সমাজের বৈষম্য
কত খানিকটা নুনেটে ধরছে-
যেমনটি জ্ঞানের মাথায় অন্ধকার বেঁধেছে।


আর মুখছি হাসি- বাহ বাহ করতালি-
ঠিক তার পিচনে স্বার্থপরতা হাতছানি;
এই হয়েছে- চমৎকার, দারুণ, সাবাস
তবুও করতে হয় বসবাস; একটুখানি চিৎকার-
কাকে সুধাব! এ নর্দমার গন্ধভারি-
অতঃপর এখানেই চিহ্নটা থাক মেমেন্টো।


০৪ ফাল্গুণ ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০
---------------------------------