ভাবনার চড়াইভাতিতে
মুরগপোলা- মুরগপোলার গন্ধ নাই-
মাছ ভাজিগুলো লঙ্কার রঙে
বলে উঠে ঝাল- ঝাল- তাও বুঝি
বৈকালের সোনামুখি আড্ডাটা নাই;
নাই- নাই- সোনামুখি আড্ডাটা নাই।


মরিচিকায় ধরেছে মনোবাসনা
তবুও আকাশ পানে চেয়ে দেখি রঙের
ফানুষ উড়ায় শুধু মনের পাখি নাই।
পাখির খোঁজে গ্রাম গঞ্জে- শহর তল্লাটে
কত না হাটবাজারে গেলাম
তবুও সোনার পাখির মিলো না কপালে;


দেহখাঁচা শূণ্যই রইল- মাটিই খাইল ধন
অথচ ঘাসফঙিংর আড্ডা দেখে খুশি
হয় না মন- পিরিতি মালা বকুলতলায়
গন্ধ নেয় না কেউ- নতুনত্বের ভিরে
ভেস্তে যাচ্ছে মনোবাসনার ঢেউ।


২১ পৌষ ১৪২৬, ০৫ জানুয়ারি ২১
-------------------------------