সাগরের মধ্য ভাগে দাঁড়িয়ে আছি-
সময়ের বর্তমান খর স্রোতের খেলা জেনো
টক বকে জলের খই! ভেসে যাচ্ছে
অগুনতিক মুড়ির প্রাণী! মুড়ি খইয়ের সাথে
আমিও ভেসে যাচ্ছি- ভেসে যাচ্ছি-
কুল কিনারা খুঁজে পাওয়া বড়ই কঠিন;
এ অবস্থায় উত্তর মিলা ভার পাগল প্রায়
তারপরও মেঘ হীন কান্নার বৃষ্টি
সেই বৃষ্টিতে আমিও ভিজে যাচ্ছি;
সাগরে ভিন্ন মাত্রায় চর জেগেছে এখন
রক্তাক্ত প্রণয় দেখায়-তবুও মাটির ঝাঁঝাল গন্ধ
আগের মতো কেউ আর শ্লোগান ধরে না
ওল খেয়ে গলার সর ভেঙে ফেলেছে
সব চোখে উন্নয়নের দিশা ঝলকানি পথ
অথচ পথের মাঝে হাহাকার আর্তনাদ হাতছানি
অতঃপর এক নিষ্ঠু দাঁড়িয়ে আছে মধ্য ভাগে সাগর।


০৮কার্তিক ১৪২৮, ২৪অক্টোবর ২১