ঐখানে খরস্রোত প্রায় দেখি
জমির ভাঙান কতখানি ক্ষত!
নদীর ময়ূরী ঢেউ জানে না
পূর্ণিমায় ঝলমল করে উঠে
অট্টালিকার রোদচশমা ছাঁদ;
বৃষ্টির নোনাটে গন্ধ তাও বুঝে না
অবুঝ অহমিকা সংসার ধর্ম
কি নির্দয় খরস্রোত-মাটির ছোঁয়া
বুঝলো না- প্রতিনিয়ত ভেসে
যাচ্ছে, নদের বুকে ময়ূরী ঢেউ।


৩০ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৩ জুন ২৩