বিনম্র শ্রদ্ধা ও লাল স্যালুট জানাই


হাজার লক্ষ কোটি ধ্বনিত করতে চাই-
একটি নাম! চাওয়াটা অদ্ভুত কিছু নয়;
যে নামের মহিমায়, চাঁদ হাসতো-
আনন্দ মুখর তারারা ছুটে যেতো
দিক হারা পথিক ছুটে আসতো দলে
দলে- যে নামে বাংলার সূর্য উঠতো
অথচ ভুলেই গেছি; ভুলে যেতে হচ্ছে!
যার বলিস্ট ন্যায় নীতি আদর্শে বলিয়া ন হয়ে
সংবর্ধনা সভায় তিনি উপহার পেলেন
তালপাতার বুনানো টুপি- লক্ষ কোটি
জনতার কাতারে উচ্চারিত মাওলানা উপাধি!
নেতার নেতৃত্বে বাংলাদেশের আলো বাতাস
পাই! কি করে ভুলে গেছি- ভুলে যেতে হচ্ছে
কি করে ভুলতে পারে বাংলাদেশের মাটি;
তিনি না থাকলে স্বপ্ন বুনানো হতো না- দেশ
সৃষ্টি দিশারীর নাম মাওলানা ভাসানী।


০৫ পৌষ ১৪২৮, ২০ ডিসেম্বর ২১