কলমের কালি আর চলে না
রঙ- ঢং- গন্ধ- স্বাদ নাকি নষ্ট
বর্ণকে আর সাজসজ্জা রূপে
সাজাতে পারছে না;


তবে কি দুর্বল হলো কলম?
না এমন ভাবনা ভাবছে না;
ভয় সংশয় হাত, পা, মন দেহ;
তাও কাপছে না-


ভুরি- ভুরি দেখছি সাদা কাজগ
লেখার জায়গাও অনেক-
কলম বজ্রপাত হয়ে দাঁড়িয়ে আছে শুধু শুধু-
অথচ মন বাসনা এখন ভিন্ন!
বেঁচে থাকতে হবে এতটুকু চিহ্ন।


১০আষাঢ় ১৪২৮, ২৪ জুন ২১
--------------------------------