ঘর অন্ধকারে
মাগো কেমন আছো?
মনে পরে কি আমারে-
মাগো- মনে পরে;
সোনার সংসার
রইল আমার-
হাতছানি অন্ধকার
মাগো মনে পরে।


আলোর মুখে
আশা হতো দিন-রজনী
এমনকী করে যাবে চলে
জোছনা রাত ভাবেনি;
প্রভুর কাছে সুধায়!
ঐঘরে থাকে জানি
জান্নাত বাগিচায়
মাগো মনে পরে।


২২ শ্রাবণ ১৪৩০, ০৬ আগস্ট ২৩