দিয়াশালাই মনোভাব করা ঠিক নয়;
আগুন জ্বললে নিভানো বড় দায়!
মন চাইলেই সিগারেট টানতে যাও না
গভীর নিরিবিলিতে ভাবো; দিয়াশালাই
জ্বালাবে কি না? ভেবো না ধোয়ায়
কেউ জাগবে না- নিঃশ্বাসে টানো টানো
সেকেন্ডের আগেই হয়তো সুখ পাবে-
তারপর সোনালি ভোর, সবুজ আকাশ
মিষ্টি সুবাসে বাতাস ভরা উঠান- উঠান
তাতে কি জ্বলন্ত আগুন কেউ মনে রাখে না।


১৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩১ মে ২৩