জল ভাসানো মেঘে অভাব দেখি কত
এই ধরনের অভাব সংসার ধর্ম;
থুথুর ভাজে আরও বলা হলে কোন পাপ হবে যত
দিনরাত্রি কাগজের ভাজে ভাজে রেখে যাও ক্ষত-
অভাব দেখি নদ নদীর বুকে কত শত।
দায়িত্ব কর্তব্যের কোন অভাব নেই-
ধর্মভীরুতার ক্ষণে ক্ষণে সন্দেহ;
কোথায় অভাব, কে করে চিন্তার বড়াই
দু’কানে শুনতে পাই স্মার্ট মনের সরাই
অতঃপর অভাব দেখিনি আর-
তেলে ভাজা বড় বড় কড়াই।


০৫ মাঘ ১৪২৯, ১৯ জানুয়ারি’২৩