কয়লা ধুলেই কি ময়লা যায়?
তবু দেখছি তুলসীপাতার মনোভাব;
তার থেকে বরং নর্দমায় ভাল!
জল একই স্রোতে ভাসে- ভাসতে ভাসতে একদিন
দুর্গন্ধ শেষ হয়। অথচ এই কয়লা
তুলসীপাতার মনোভাব কতোই না রূপ বর্তন শুধু
নর্দমাকে হারমানায়; এখন নাট্যশালায়
সোনালি মঞ্চ জুড়ে অভিনয় চলছে চলছে বেশ-
নতুন প্রজন্মকে মনখুশি করার জন্য
কলমে কালি ফুরে যাচ্ছে ভাববার নেই শেষ
হয়েছে অনেক সময় এ মরি মরি ভাব-
অতঃপর ছাড় এই সব তুলসীপাতার মনোভাব।


১৬ ফাল্গুন ১৪২৮ ০১ মার্চ ২২