রাতের উষ্ণতাই ঘুম ভাঙ্গা ভোর
বড্ড আনইজি আনইজি মনে হয়;
চোখে চোখ ঘষা টয়লেটের সুখ-
সবই যেনো সোনালি হাসির মুখ!
অথচ এক বুক কষ্ট জমা দীর্ঘশ্বাস
ভুলে গেছে রোজ রোজ স্বপ্ন ঘোর।


বাস্তবতার দেয়ালে- হাত ছুঁয়ে
গেছে কিন্তু অপবিত্র মনে হয়নি;
কারণ দেহ জুড়ে প্রেমপাতার অসুখ-
লজ্জাবতির লাজুক- তারপরও রাতের
তারা গল্প বুনায়- ঐখানে সরিষা ফুল
এখনে জ্বালাময় কণ্ঠ মরিচ ডাঙ্গার মাঠ।


১৮ কার্তিক ১৪২৮, ০৩ নভেম্বর ২১