===================
তালগাছ দেখি দু’চোখের ফুল্কি
যাচ্ছে কোথাও পুড়ে ছাই হয়ে নদী-
উড়া উড়া সুর বাজে আকাশ পান
নিমগাছ সেতো সবুজ ঘ্রাণে দেয় ঘুম-
নেশা ধরেছে ডালিম গাছে চুন দিয়ে খুব;


কার পায় নয়তো দাঁড়িয়ে একা তালগাছ
তিরোতা শুনলে মরিচিকা ভয়ে পালায়-
আহা তেঁতুল গাছ বৃন্দাবনের ভূত কয়-;
সেতো আম গাছে দৌড়ায় দেখি কভু ভয় !
আলাদে মুখে জাম গাছে হাসির সুরে জয়।
০৬-০৬-১৮
--------------