===============
কবিতার খোঁজে কবিতাকে
যখন না পায়- তখন নাকি
কবির দৃশ্য বর মৃত্যু হয়!
এই মৃত্যুর যন্ত্রণা কবিতারা
বুঝে না, তাই তো কবিতাদের
এতো সৌন্দর্য -এতো অহমিকা;


সুতরাং কবির সত্যই মৃত্যু ঘটল
সব কিছু দৃষ্টির আড়াল কিংবা
ছায়া স্মৃতির অন্তরায় রইল-
অতএব কবিতার খোঁজে কবি আর
কখন ভাববে না শুধু এ পর্যন্ত মৃত!
দিবালোকে কবিতারা ভাল থাক।


১২ ভাদ্র ১৪২৬, ২৭ আগস্ট ১৯


-----------------------------