আমি রোজ রোজ মৃত্যুর সাথে
খেলা করি! তুমি কি করো?
আমি বয়সের ভারে লোনা ধরা
দেহ কে ভাবি! তুমি কি ভাবো?
আমার ব্যর্থটাকে শত রঙে সাজাই-
তুমি কি সাজাও? সদা উত্তরগুলো
দজ্জাল ভাবনায় মন দেয়ালে নিক্ষেপ করো
কসাইর মতো জবাই করো-
সমস্ত ন্যায় নীতি আদর্শকে তাই না!
জ্ঞানের জলে সন্দেহের আগুন-
বলো কি করে শান্ত করবে,
জ্ঞান কখন  অবক্ষয় হয়ে যায় না
শ্বাশত মাথায় মুকুট জ্বল জ্বল করে
অভিশাপ ভাবছি ঢেকে রাখছে আমার মৃত্যু
তোমার ইচ্ছাগুলো রক্ত স্নান করে
গলায় গলায় মদের মতো ডালে- কি ক্ষতি হচ্ছে
একবার ভাবো না শুধু এভাবেই মৃত্যুর সাথে খেলছি।


০৬ পৌষ ১৪২৮, ২১ ডিসেম্বর ২১