==========================
কবিতা!
আজ কাল
ঝরা পাতার মতো ভীষণ বিরক্ত কর
মনোভাব, ভাবছো;
আর মাঝে মাঝে ষড়যন্ত্রের লম্বা আচল নিয়ে
দৌড়াচ্ছো- ঐ দূর- সু-মধুর উঠান বেগে;
ভাবনার রঙিন জল
যেনো জোছনার সলকের ঝলক-
আর হিংসার প্রতিবাদী নেশাক্ত সুর;
তবুও কবিতা তোমাকে বাঁশির সুর শুনাবো না-
আবৃত্তির করুণ মৃম্ময়
কল্পিত ধ্বনির স্পর্শ করবে না-
কৃষ্ণ মেঘমালা রবে মুক্ত;
অতঃপর কবিতা তুমি সোনালী ফসলের মাঠ-
কিংবা কৃষ্ণচূড়ার ছুঁয়া;
আর কখনো বিরক্ত করবে না-
তোমার উদাস মেঘের পার কিংবা
ভাবনা চোখের ছলছল-
পাহাড়ী নদে ঝর্ণা বয়ে যাক- না হয় কবিতা,
উড়ে দাও তোমার মুক্ত ছোঁয়া।


১২ কার্তিক ১৪২৬, ২৮ অক্টোবর ১৯
----------------------------------