মাঝে মাঝে মূর্খ হতে হয়
কারণ দুর্গন্ধ বাতাস, নাকে ধরে;
ক্রিয়াকলাপ অশিক্ষিতের রক্ত বয়
অথচ মূর্খতা ক্ষমতার দাপটি আলাদা
কিন্তু বুঝে না প্রতিঘাত কি নিঃশ্বাসে অহংকার
রাস্তা রক্তাক্ত কি? আনন্দ মূর্খতার হাসি-
মিছিলের জন সমুখে প্রাণটা কখন গেলো
চামচেদের শ্লোগান প্রতিশোধের হুংকার
আলোকিত হলো মাটির মায়া এমন কি
শান্তময় ফুরাল না যত সব ভাষার প্রণয়।


২০আষাঢ় ১৪২৯, ০৪জুলাই’২২