ঐ হাইস্কুলের প্রতি দেওয়ালের ইট, বেঞ্চি
সবুজ দুবলা ঘাসরা আজ কথা কয় অশ্রু সিক্ত-
স্মৃতিময় আকাশের চাঁদ তারা শোকাহত;
নুনে পরে যাচ্ছে আমার হাইস্কুলের ছাত্র
সময়টুকু আর স্যারের আদেশ উপদেশ-
স্যার শুধু জানায়নি ‘‘না ফেরার দেশটা
যে কেমন’' আমি অনুভব করেছি খুব নির্দয়,
পাষাণ- এমনি করে আমাকেও যেতে হবে
স্যার আমি তো ইংরেজিতে খুব দুর্বল ছিলাম
আবার না হয় নতুন করে ইংরেজি শিখবো
এই ভেজা মনের প্রার্থনা স্যার কে জান্নাতুল
ফেরদৌসের বাসিন্দা করুণ, মহান আল্লাহ্।
২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেস্টেম্বর’২৪