এক গলা মিথ্যা বলে বলে-
ভুলেই গেছি মিথ্যা বলার ভাবনা;
সত্যের সাহস দেখাতে দেখাতে
কখন ভীরু কাপুরুষ হয়ে গেছি!
এই আলো বাতাস প্রকৃতিই যেনো
দাঁড়িয়ে আছে, তার স্বাক্ষী;
এখন দেখছি  শুধু প্রকৃতির
গায়ে গায়ে মন্দার ভাব- ভাল কাজে
দেখায় লম্বা বাপ; দুনিয়াদারি চলছে
ভাল কাজে পাপ আর মন্দ হাতে পুণ্য
বাহ বাহ সাবাস- স্বভাব চরিত্র খারাপ
বিপদ এলে প্রভু ডাকাডাকি
তবুও এটাই কি কাম- কলমে কালিতে
ছিড়া কাগজে রাখো নাম!
ইচ্ছা হলেই সরাও ধরাও কর খুন;
এই চরিত্রের নামীদামী যত সব গুণ
তাতেও শুনি ঈশ্বরের নাম।


০৭ পৌষ ১৪২৮, ২২ ডিসেম্বর ২১