আমার নিঃশ্বাসে নারী
বিশ্বাসেও বন্ধনেও নারী!
আকাশ বাতাস পাতাল ভূমি
সব জায়গায় গন্ধ ছড়ায় নারী;
মমতায় খালা ভাগ্নী ভাসতি বোন
এমন আত্মীয়তায় নেই নারী,
এই গন্ধ ছাড়া জীবন ব্যথা
জননীর পদতলে আমার স্বর্গ;
এসো মানি নারীই ধর্ম-
জন্মদাত্রী সকল কর্মের পুণ্য।


২৪ ফাল্গুন ১৪৩০, ০৮ মার্চ ’২৪