=================
কেন জানি নাশশীল ধরনীর পীঠে
কিছুদিন শুধু কিছুদিন মাটির চিহ্ন
থাকে; আর দুর্গন্ধ ছাইয়ের বাতিল
কোণঠাশা ঘরে ঝলমল করে! তবুও
স্মৃতির একমুঠো হাসির সরিষা ফুল
ঝরে গেলো উঠানে বেয়ে- তারপরও
এ ভাবনার ভাল মন্দে পাথর্ক্য আকাশ-
অতঃপর ঘরের জানালা ভেধে ঝিরিঝিরি
এলোমেলো ভাসমান নাশশীল বাতাস।


১২ অগ্রহায়ণ ১৪২৬, ২৭ নভেম্বর ১৯
--------------------------------