উঠনে বেড়া ছিল না
রাস্তা বরাবর চোখ!
স্পর্শ যেনো মাটির
ছোঁয়া গন্ধ ধূলি বালি;
আকাশটা এই ছুঁই ছুঁই
কিন্তু মরু ঝড় তুফান
কখন হলো- বুঝতেই
পারলাম না! দু’চোখে
এখন সরষের লম্বা বাঁধ-
জোছনা জলে নদের খাত।


২২ ভাদ্র ১৪২৯, ০৬ সেপ্টেম্বর ’২২