অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আাকাশময় যেনো ঝাঁঝল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলোই না;


বনও নেকড়ের মতো আচরণ করল
শোকাহত সময়ের উঠনেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্তময় বীণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।
২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১