ইটের বুকটা জ্বলন্তময় আগুন
এক ফোটা মাটির চোখে বৃষ্টি নাই;
কি করে থাকবে বলো শুনি, সেতো
দুর্বলা ঘাস চিনে না-পোকা মাকড়,
তাও না কি সে তেমন ভয় পায় না-
দিন ক্ষয়ে ক্ষয়ে এভাবে নিরাকার
সমস্ত প্রণয়ের মাঠ ঘাট চৌরাস্তা
আর ইটের বুকটা জ্বলন্তময় আগুন-
এখনো বুঝে না সোনালি ক্ষণ ছিল
অবোঝ নিঠুর আর বেদনা মধুর।


২৪ মাঘ ১৪২৯, ০৭ ফেব্রুয়ারি’২৩