হঠাৎ পাঁদড়ামির বোমা ফুটবে,
নিঃশ্বাস তখন আকাশে ফুরফুরাবে;
মাটির বাতাসে আর নাই ঘুষ ঘুষ-
ঘাসফড়িং এর সাথে করবে পাঁদড়ামি
দেখবে না আর অগুনিত ব্লগবাসি!
অজীবন ঐখানেই পাঁদড়ামি;
চাইবে না আর শেষরাতের প্রেম-
পাবে না বৃষ্টি ভেজা গন্ধমাখা উঠন;
অজীবন ব্লগে থাকতে চাও পাগলা
থাকবে শুধু বর্ণমালার প্রেম নিঃশ্বাসে
পাঁদড়ামি রবে না সোনার ঝকঝক-
তবু অমর করো ধূলিবালি প্রেম নিঃশ্বাসে;
৪-৫-২৫