নিরুত্তর বুকে শাপলার ঝিল
সোনালি হাতে নির্বাক আমি
আকাশে খুঁজা  চাঁদের মুখ
মৃত্তিকায় সরষে ফুলের সুখ!
আগুন জ্বলা কষ্ট নেই সন্ধ্যার
দ্বীপ- নিরুত্তর হাসে শুধু জল
শুকনো বিল এই আমি অমিল
পেলাম না আর প্রণয়ের মিল;
আকাশে বৃষ্টি- মাটিতে কাদা-
মেঠোপথে ধূলি গায়ে নিরুত্তর।


১০ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ মে ২৩