==========================
হাজারও সলকের নিভু- নিভূ একটা রাতের
পথদ্রষ্টা নবকুমার- উদ্দাম সূর্য হারিয়ে ফেললো-
অথচ জোছনার সলক আত্মাবিশ্বাসী হলো না আর;


শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে বলে সলকের মুখ
নবকুমার- তবুও কিছু স্মৃতির কলম্বাসে উড়ন্ত শঙ্খচিল
উড়েই গেলো- এ বার দিন বদলের পালা,
নতুন কিছু পাওয়ার আশা নবকুমার।


কবিতায় স্বর্ণচয়ণের কিছু বর্ণনালী স্বপ্নঘোর-
শুধু এই জন্ম মৃত্যূর কোন আওয়াজ নেই,
চিহ্ন নেই- শুধু উত্তরাধিকার দুর্বাঘাস;


তবুও মৃত্যুর স্বাদ বুঝলাম না-কোন ঘুমের ঘোর,
আবার না হয় অপেক্ষা- এভাবেই নতুন বছরে স্বপ্ন সাজ!
হয়ে উঠুক বর্ষপঞ্জি নবকুমারের চাঁদ।


১৫ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ৩০ ডিসেম্বর ১৯
-----------------------------------------