হঠাৎ টাকার দিকে চেয়ে থাকলাম
কি জানি ভাব-কেমন জানি মনে হয়;
তাই ওরা বুকের পিটে লেখে গেছে
ঈশ্বর কে হার মেনেছে নাকি টাকা!
তোকে ছাড়া জীবন অফদি ফাঁকা
আমি ছুটছি- সবই ছুটছে টাকার মেঘে
হঠাৎ আনন্দে ভিজা, কি হৈ হুল্লর বেপার
খানিক বাধে মিছিল- উঠন জুড়ে নুনা বন্যা
তুমি কারও না রহস্যময় ছলনা, অসহায় কান্না
তোমায় ছাড়া ক্ষণস্থায়ী কেউ বাঁচে না- টাকা।


২৪ শ্রাবণ ১৪২৯,০৮ আগস্ট ’২২