এক বাটি নুনের চোখে নাকি
এক গলা মুক্তার স্বপ্ন- তাহলে ঝিনুকের
কষ্ট কোথায়, বুঝে না- বুঝে না- না শুধু
মাছ রান্না করা গোলমরিচের আচড়;
এ সব রঙিন বাতাসে ভাসে না
বাঁশপাতার বাঁশিতেও গান ধরে না-
কি সুখ আছে নুনের চোখ; এক বার
এক বার মধুরচাক এক নজরে দেখে না;
সেই ঝিনুক পরে থাকে বালুচরে- সোনালি
আইল পাথারে- তবু সুখে থাক নুনের চোখ।


০৫ চৈত্র ১৪২৯, ১৯ মার্চ ২৩