=======================
ওরা যমুনা, বাঙ্গালী, ইছামতি কিংবা
কোরতোয়া নদীর ঢেউ অথবা বালুচর-
আর আমি শুধু কবিতার প্রেমে নীল
পাহাড়ের ঝর্ণাধারা ভেসে থাকা ঘর;
ওরা সোনালী সফলের মাঠ কিংবা
শিশির ভেজা ধানের শীষ- নয় কো
ডুবে যাওয়া সোনার নায় পবনের বইঠা
তবুও ওরা আলফী, আকুক, আফিক
মিলে মিশে সুবাস গন্ধ ছুঁয়ে যাক মেঘ বাতাস-
অতঃপর ওরাই বড়,মেজ,ছোট- তিন ভ্রাতা পরশ
আমার কবিতার শুধু প্র্রেম পত্রে মিটাই।


২৯ আশ্বিন ১৪২৬, ১৪ অক্টোবর ১৯
-----------------------------------