বেশ কিছু দিন ধরে অনুভব করছি আমার একটি
কবিতাও হাসে না- হাসি মুখ কখন দেখি না;
অকারণে কবিতার পংক্তি ভেঙ্গে যায় বারে বারে-
কি অসখ হলো! কোন ঔষধ নাই- কোন প্রশ্নের
উত্তরও নাই; কবিরাজ বড় অবহেলিত- ঔষধ দাও


শুধু একফোঁটা খেয়ে দেখি কতটুকু অসখ সাড়ে আমার
কবিতা তোমার ভাবনার দিনে সুস্থ দেহ মন খুব না?
আমরা ভাবতে পারচ্ছি না কোন কিছু, একটা কবিরাজ
তুমি ঘুম থেকে উঠো- আমি অসুস্থ- ঔষধ দাও
চিরতরে ঘুমাব নয় কিছুদিন বাঁচবো! কবিরাজ ঔষধ দাও।


১৬ আশ্বিন ১৪২৬, ০১ অক্টোবর ২০
----------------------------------