দেহের ভাজে ভাজে কোষ্ঠকাঠিন্য
পাইল সের মন্দা ভাব-অথচ রক্তশূন্যতা
কবিতার নাকি বংশ পারা গণ তারপরও
দুর্বৃত্ত গল্পের মুখে সন্ত্রাসী প্রণয়ের মনোভাব
শীতের আগামনে দেহ কম্পন হবে না
দুর্বল উষ্ণতা দেহের ভাজে ভাজে ক্ষণস্থায়ী
অতঃপর তুমি ফাল্গুন কে আগুন ভাব
আর চুরি করা মন সাধু সন্ন্যাসী গোল্লায় যাক
যা তোমার আমার দেহের কিছু যায় আসে না-
বুঝলে, কত ধানে- কত চালের অসুখ বিসুখ।


২৪ কার্তিক ১৪২৯, ০৯ নভেম্বর ’২২