তোর গায়পাড়াতে এলার্জি হবো
সারাদিন অস্থির আকুতিতেই রাকবো;
ভাবনার অবশরে ভেবে দেখিস-
শুধু পূর্ণিমার ঝলকানি রাতে
তোর দেহে ঘামছি ফোটাবো-
চিমটি পাউঢার খোঁজতে থাকিস
পাবি না কেনো না ছিল পাগলী মন।


ঐখানে তোর ফুল বাগান
দেখিস ঘুছকার,অজাতের ফুল হয়ে ফুটবো;
শুধু ঘ্রাণের বিরল মেঘবৃষ্টিতে
যখন তখন ছুঁয়ে যাবে মন
অনুরাগের রুপ যেমন সহজ সরল-
সবটাই জুড়ে ঐখানতে ছিলাম
অবশরে ভেবে দেখিস- ও পাগলী মন।
১০-১০-১৭
=======