ভুলে যাওয়া মানে, বয়সে
খুব দৌড়চ্ছে-ধান শালিকের
সোনালি মাঠ; বুকের ব্যথা
মানে পুকুরের সবুজ ঘাসে
ফিরে যাওয়া- কান্না হাসির
মেঘে খেলা করে রোদ্দুর;
বিষণ্ণ মানে আদরে জড়িয়ে
থাকা ঘুমের সাথে একাকী খাটি-
তবু ভুলে যাওয়ার যন্ত্রনা সহ্য না!
মাটির সুখে পায়রা বিলের আকাশ।


১৪ অগ্রহায়ণ ১৪২৯, ২৯ নভেম্বর’২২