=================
বাগান জুড়ে কত আম পাকছে-
জাম ও নাকি গুণে গুণে পাকছে!
কাক, চিলে তাই কা -কা ডাকছে
এ সুযোগে ডালে ডালে বসছে।


জ্যৈষ্ঠ ও ফুরালো, চৈত্রে পুড়ছে
নিয়তির দেখো জনসমুদ্র কেমন
করছে; ভয় নাই- নাই তবুও ভাই
পাকবে আবার জ্যৈষ্ঠ মাস জুড়ে-


নতুন ফল খাবে পাখির ঠোঁটটি ভরে-
না হয় একটু করবে ছল, বল, খল
কি বা হবে মালির নেই তো অশ্রু নল।
১৮-১০-১৮
-------------