রঙধনুহীন কিছু মানুষ আছে
অভাবের কথা শুনলে মরে যায়
প্রাচুর্য দেখলে অজ্ঞান হই
বাস্তবতার মুখে গুলিফুটাই
তবু আমরা শ্রেষ্ঠ মানুষ
অভাব প্রাচুর্য সুখের নায়ে ভাসাই
কৃত্রিম নদীর জলে জলে-
তারপর শূন্য মাটিতে মিশি
বলো দেহের কোন পকেটের ফ্রেমে
নিয়ে গেলে অভাব প্রাচুর্য ।


০৭ মাঘ ১৪২৯, ২১ জানুয়ারি’২৩