চাঁদ ছুঁই, তারা ছুঁই- ছুঁই ফুলের পাপড়ি
মাটির উপর ঘাস কইলে পরে
যত সব আড়ি- তবুও পাপের চোখ পাপি;


সারা জীবন থেকেই গেলো লালসার শিপা
মরার আগে কাটলে না জ্বিবা-
কি ভাবে জন্মরিল পাপ-তবুও গাছ বুঝল না


ডালের পাতা থাকতেই পারে, অবোঝ মন
নিতেই পারে আগা গুড়া
সুখ শান্তির পন- তবুও পাপের পাপ বুঝল না;


চাঁদ ছুঁই, তারা ছুঁই- ছুঁই ফুলের পাপড়ি
ঘাসের মাটি কইলে পরে
যত সব আড়ি- তবুও পাপের চোখ পাপি।


১৯ ফাল্গুন ১৪২৬, ০৪ মার্চ ২১
---------------------------------