পাপ দেখি- পাপ দেখি-পাপের পিছু ছুটি
আমার আমি কি করি-পাপের পিছু ছুটি-


ভালমন্দ চোখ আমার- সবই দেখি আলো-
ভাবি না হাত তিনেক গর্ত-আঁধার কালো
তবুও বুঝার হলো না শেষ- পাপ ভারি মন্দ-
পাপের মধ্যে জ্বলো- কি হলো- কি হলো বলো;


বলার আগেই নিশ্বাস ফুরল-থামল জীবন গতি-
এবার করলো শুরু মুখে বলা- হায় কি পাপ-
হায় কি পাপ- তুমি সাদৃশ্য রেখ না মনে- যার
যেতনা সেই বুঝে-গাও গ্রামে গন্ধ শুধু পাপের মাটি।


১১ পৌষ ১৪২৬, ২৬ ডিসেম্বর ২০
-------------------------------