পাড়া থেকে যাচ্ছে খশে রঙিন তারা-
কেউ বা লাশ কেউ বা জীবিন্তলাশ বয়ে;
পাড়ার কোন চোখ বিবেক এতটুকু নেই-
একটু আলো জ্বালাবে শ্মাশান ঘাটের পারে।

তবুও কত রঙের সাজান পাড়ার দিব্যজ্ঞান
হেসেই যাচ্ছে- তুলে যাচ্ছে নদী সমুদ্র ঢেউ-
এত হলো পাড়ার দাদাগীরি! কোথায় যাবে বাবুগীরি,
চাঁদের পানে শোক কি হবে পাড়ার কেউ।


১৪ মাঘ ১৪২৬, ২৮ জানুয়ারি ২১
------------------------------------