আমি দেখিলাম না চাঁদ
তোমার আকাশ, শস্য শ্যামল
বৃষ্টি ভেজা জল!
শুধু শুধু প্রেম বাতাসে উড়ি-
আমি দেখিলাম না
তোমার আকাশ-শস্য শ্যামল
বৃষ্টি ভেজা জল!


কেমনে- মনানন্দে
মেঘ ছুই বলে বৃষ্টিতে ভিজলে;
মন পাগলা- পাগলা
শুধু মাটির সুগন্ধে!
হাঁটিতে হাঁটিতে বাতাস পাই
ভাবিলাম না- ও ভাবনা
পেলাম না জলকাঁদার আভাস।


২৭ বৈশাখ ১৪২৯, ১০ মে ২৩