হাজার বার ধরে চেষ্টা করছি
দুঃখের বদলে সুখ আনতে;
অথচ পদধূলি বাতাসে ভাসেনি!
স্বর্ণ পায়ের নিচে বুঝি মাটি নাই-
সবিই খোলা ইট পাথরের অট্টালিকা
সূর্য তাপে হয় না দহন, দুধে আলতা
ফর্সা- কয়লার ছাই দু’হাতে ময়লা
তবু ব্যর্থ হওয়ার কেমন চেষ্টা-
সময় তো বদলায় না শুধু মনের
এপাশ ওপাশ বদলায় ক্ষরণ রক্ত।


০৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ’২৪