==================
যত লাঞ্ছনা বঞ্ছনা সহে সহে
কবিতা এখন মৃত্যুর পথযাত্রী
সমস্ত ভাবনাপাড়ার মানুষগুলো
করছে কানা অন্ধকারে হৈ- চৈ;
কোন উপমায় উপমিত হবে না
কবিতার বিন্যাস শুধু মধ্যপায়ী
ষড়যন্ত্র এই মৃত্যুর যন্ত্রনা- কি হবে
উম্মচন করে কবিতার গদ্যময় মাঠ
ঘোরনিশিতে দেখে নাও মানুষ কবিতা
আঞ্জলি- এ পদ্যময় মৃত্যেুর স্বাদ।


১৩ কার্তিক ১৪২৬, ২৯ অক্টোবর ১৯
-----------------------------------