বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সবাকে শুভেচ্ছা
<><><><><><><><><><><><>
এ পার কি ঐ পার;আহা কি বিদ্যুৎ গর্জন
কি বিশ্বময়, জাতীর কি হল বোধময়?
ঐখানে সাম্য প্রেমের ছিল ভরপুর
ভবে কি ক্ষীপ্ত,নামটা যে দুখু মিয়া-সবাই কি তা জানতো?


অন্তগহীণে কখনো স্পর্শের ছুঁয়া মায়াময়
করেছে যেন মহান বাংলার বিজয়;
কি লাল সবুজ রঙে ধারা বিদ্রোহ টগবগ,
আয়না দেখে বায়না ধরতে যে পারতো।


ঐ পথে আর এ নকশিকাঁথার মেঠো মাঠপ্রান্ত-
দীনতা মৃঢ়তা কিংবা দুঃখের সাথে যুদ্ধ করে-
মাথায় পরেছো- বিদ্রোহ কি অগ্নিবীণা-
সোনার আচে চকচকে করেছে?গন্ধবিধুর ধূপে
এক বিস্ময় ভরা বিশ্ব বাউল সাজ।


কখনো রুটির দোকানে বা কৃষকের কাদামাখা দেহ
ছিল নাহি লাজ-আবার কখনো রাখালের বাঁশির সুর-
সব পাখিদের নাচের জোয়ার, কমর বেঁধে-
কাদে কাদ রেখে-ঝাঁকড়া চুলের বাবরি
কখনো ঘন কালো কুয়াশার আড়ল।


একতারায় বাউল গানে-সারা বিশ্ব কেঁপে
বিদ্রোহের সুর তুল বাজ, হে বিদ্রোহী তোমার
মৃত্যূ নয়- মৃত্যূ নয়- বেঁচে আছো আজো
বেঁচে থাকবে মৃত্যূঞ্জয়ে চিরকাল অম্লান;
বিদ্রোহী অপরূপে এক বাউল সাজ।


লেখার তারিখঃ ২৪/০৫/১৪
<><><><><><><><><><><>