<><><><><><><><><><><><>
ও কোলা ব্যাংঙ কি অমরন তোর ডাক!
ঐ ডাকে যে বারে বারে আসে রে কেন বর্ষা;
পিপাসাক্লান্ত অহাহাকার সহ করতে একটু কি পারিস না?
উত্তাল যৌবন শুধু চারিধারে করো থই থই।
তোর কথা পরলে মনে সেই প্লাবণ সেই জলোচ্ছ্বাস
সিডর আইলার মতো ঘুর্ণি পাকের টনোর্ডর;
নন্ডভন্ড মাতালপাতাল বড্ড করিস পদ্ম যমুনায়
তোর বদনেশায় মৃত্যূরডুবি হয় হাজারো প্রাণ
মনবাড়ি ভেঙ্গে করিস এখানে খান খান—
জলঈশ্বর কাছে করেছিস নাকি অভিসন্ধি
অভিশপ্ত হয়ে যাও ধ্বংসও হয়ে যাও
তোর নিঠুর হাওয়া না লহিলে রক্ষা করো
উপভোগকারী প্রাণীকে নিত্য যারা করেছে
তরী ভাসার খেলা দিচ্ছে আনন্দধারা তার
বক্ষে চালাস পানির ঢাল তলোয়ার, বলো
কে দেখবে তোর শ্রাবণমেঘের দিনগুলো ছুঁয়া?
দোহা‌ই একটুখানি বিনম্রের চাদর পর ও বর্ষা;
ঐ পলি কিংবা বালিচরের সাথে কোন মরন সন্ধি নয়,
আলোয় বাঁধা সুগন্ধী সৌরভে হোক না এক শান্তির নীড়।


লেখারতারিখঃ ১০/০৮/১৪
<><><><><>><><>