বিশ্ববিবেকের কাছে পরিচিতিহীন হয়ে যাচ্ছি !
ভয়েভীত -কাটে যাছে নিদ্রাহীন দিবালয় শশী-


শস্যশ্যামল গাঁয় মাঠে সিলমোহর মেরে দাও !
জলজল করে জ্বলবে সোনার গাঁয়-
খুব সহযে যেন পরিচয় হতে পারি আমি মানুষ –
হায়না বা পশু কিংবা বিবেকহীন নয় ?


সু-পরিচয় বিশ্ববিবেক আমার সাথে ছল করো না
নিঃশ্বাসে দু’চোখ ভরে স্বপ্ন দেখি সু-পরিচয় হয়ে-
উচুঁমাথায় বাঁচ্চতে, শুধু বাঁচ্চতে চাই !


নিঃস্বার্থ ভাবে এখনি প্রয়োজন- উরুতে, কপালে
বুক মুখে কিংবা সমস্ত দেহের আঙ্গিনায়-
মেরে দাও, মারতে চাই- একটা সিলমোহর।


২৭/০৭/১৬
======