ঐ আমড়া গাছের
অদৃষ্ট প্রেতাত্মা ঘুরাফিরা করছে !
তবুও এতটুকু ভয়ে ভীতস্থ হই না –
এই বট ছাতনা তলায়,
তামা পিতল রুপার
তাবিজ পুতেছি চারিপাশে।
ভয়গুলো নাকি ভীতস্থ হয়ে পালায়-পালায়-
ওষক, ঔষিধীর তরু গন্ধ ভরা
নাকের ডঙ্গায় !
বাগানের সমস্ত
তেঁতুল,আমড়ার গাছ কেঁটে ফেলবো
অশুভ প্রেতাত্মরা আর বাসা বাঁধতে
পারবে না- না !
অচমকা স্বপ্ন দেখা ভয়ে আর
চমকে উঠবো না-
ভালোবেসে জয় করে নিয়েছি
প্রেতপুরীর বর।


২৮/০৭/১৬
=======