দীর্ঘলকালো নিঝুম রাতছিল গতকাল !
জোনাকির গুণগুণ গানের সুরে তাল মাতাল-
কখন স্বপ্নপুরীতে হারিয়ে গিয়েছিলাম,
স্পর্শ পরশ ঐ বিদ্যা পাঠের দেয়াল !


যেনো ভেসে গেলো শ্রাবণের এক পশলা স্বপ্নজল-
ক্লান্তদেহে দীর্ঘশ্বাস ভারি হয়ে আসল
নতুন পুরাতন হিসাব কিতাব মিটানো হলো
হঠাৎ উত্তরদক্ষিণ ঘুমেরাকাশে বজ্রপাত;


স্বপ্নজলের শিশিরগুলো শুকিয়ে যেতে লাগল
ঠিক পৃথিবীর শুরু হওয়ার আগ মহুর্ত -সূর্যালো-
নোনা জলের ভারে বাঁধভাঙ্গবার হুঁশিয়ার-
দু’চোখের স্বপ্নজল।


৩০/০৭/১৬
======