-শুনেছি ;
কয়লা ধুলে নাকি ময়লা যায় না !
কথাটা ভাবতে কেমন জানি
সহজসরল মনে হয়-
ঠিক তেমনটায় -হুইল পাউটার,
ডেটল কিংবা
লাক্স সাবান দিয়ে কয়লাকে ধুলে-
কিছু গন্ধছুঁটে যায় !
তারপর আবার যে রকম গন্ধছিল-
তেমনী রয়-
স্বার্থের ঊন হাওয়ায় কয়লা দিয়ে-
বিদ্যুৎ উৎপাদন
করবে কয়?
সৌন্দর্য ছাড়া কি আর কয়লার খনি বয়;
ও গাঁয়ের ভগোমানে
কয়লার মধু চুঁছে খেয়ে -খেয়ে
সুন্দরবন হবে চরজমিন -ধ্বংসের নীলাভুমি-
কপালে কি আর সহ!
স্বার্থের ঊন হাওয়া নিপাত যাক-
সুন্দরবন সুন্দর থাক ।


০২/০৮/১৬
=======